Sunday, July 5, 2015

ওজন কমাতে সাহায্য করবে মাশরুম!


নিউজ ডেস্ক : ওজন কমাবে এবার মাশরুম! কয়েকশো বছর ধরে চীনা ওষুধে এমনই মাশরুম দেশের ওষুধে ব্যবহার করা হচ্ছে বলে জানাচ্ছেন তাইওয়ানের গবেষকরা।
বিজ্ঞানীদের দাবি, মাশরুম অন্ত্রে ব্যাকটেরিয়া পরিবর্তন করে ওজন বৃদ্ধির গতি ধীর করে দেয়।
তবে গবেষকরা জানাচ্ছেন, কোলার ক্যানের মধ্যে যদি মাশরুমের নির্যাস দেওয়া হয়, তাহলে তা অবশ্য ওজন কমাতে সাহায্য করবে না।
চ্যাঙ গুঙ বিশ্ববিদ্যালয়ের এই গবেষকরা বলেন, লুসিডাম মাশরুম দীর্ঘদিন ধরে ভালো স্বাস্থ্য ও দীর্ঘ জীবনের পাওয়ার জন্যে বিক্রি করা হতো। মাশরুমটি সম্প্রতি পরীক্ষা করে দেখা হয় ইঁদুরের উপর। গবেষকরা কয়েকটি ইঁদুরকে চর্বিযুক্ত খাওয়ার খাওয়ানোর দুই মাস পর দেখতে পান যে সেগুলোর ওজন ৪২ গ্রাম হয়েছে।
অন্যদিকে, যেসব ইঁদুরকে একই সাথে উচ্চমাত্রায় মাশরুম নির্যাস খাওয়ানো হয়েছে, সেগুলোর ওজন হয় মাত্র ৩৫ গ্রাম।
রিপোর্টে গবেষকরা জানাচ্ছেন, মাশরুমের নির্যাস ওজন কমানো ও টাইপ টু ধরণের স্থূল ডায়াবেটিক রোগীদের জন্যে ব্যবহার করা যেতে পারে। তবে তার জন্যে মানুষের ওপর আরও পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন বলেও তারা মত দিয়েছেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন >>>

0 comments:

Post a Comment