ফিচার ডেস্ক :কলা একটু বেশি পেকে গেলেই কেমন যেন ঝাঁঝালো হয়ে যায় স্বাদ। ফলে খেতে ভালো লাগে না কারোই। অনেকগুলো কলা কিনেছেন, খাওয়া হয়নি। এখন ঘরে পড়ে থেকে নষ্ট হচ্ছে সেগুলো? তাহলে জেনে নিন এই বাড়তি কলাগুলো বা বেশি পেকে যাওয়া কলাগুলো দিয়ে কী কী করতে পারেন আপনি। তৈরি হতে পারে মজার সব খাবার, ব্যবহার করতে পারেন রূপচর্চায়, আবার সংরক্ষন করতে পারেন ভবিষ্যতের জন্যও। কীভাবে? চলুন, জেনে নিই।
১) বেশি পেকে যাওয়া কলা দিয়ে তৈরি করতে পারেন মজাদার পিঠা। কলা চটকে নিন। সাথে চিনি, অল্প দুধ, ময়দা ও ডিম যোগ করুন। ভেজে নিন ডুবো তেলে। ব্যাস, তৈরি দারুণ সুস্বাদু কলা।
২) ফেলেই তো দেবেন, তারচাইতে তৈরি করে ফেলুন পাউরুটি। ব্যানানা ব্রেড তৈরির হরেক রকম রেসিপি পাবেন ইন্টারনেটে। এছাড়া কলার পেস্ট বানিয়ে আইসক্রিম তৈরিতেও ব্যবহার করতে পারেন।
৩) প্যানে চিনি দিন, চিনি একটু গলে ক্যারামেল হয়ে গেলে এর মাঝে টুকরো করা কলা দিয়ে দিন। ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ফেলুন। পরিবেশন করুন প্যানকেক বা আইসক্রিমের সাথে। খেতে লাগবে অসাধারণ।
৪) কলাগুলোকে চটকে নিন। সাথে মেশান অল্প মধু, দুধ ও ওটস। ত্বকের জন্য দারুণ একটি স্ক্রাবার এই পেস্টটি। ব্যবহার করতে পারেন পুরো শরীরেই।
৫) কলাগুলো দিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। তারপর এর সাথে যোগ করুন ডিম। ভালো করে ফেটিয়ে চুলে মাখুন। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। রুক্ষ্ম ও শুষ্ক চুল হয়ে উঠবে নরম ও মোলায়েম ম্যাজিকের মতই।
৬) কলাগুলো ছিলে নিয়ে একটা এয়ার টাইট ব্যাগে ভরে ফেলুন। তারপর রেখে দিন ডিপ ফ্রিজে। যখন ইচ্ছা বের করে ব্যবহার করুন স্মুদি তৈরিতে বা যে কোন খাবারে। স্বাদে কোন হেরফের হবে না।
৭) সকালের নাস্তায় প্যানকেক ভালোবাসেন? প্যানকেক তৈরিতে ময়দা একটু কম দিয়ে তার বদলে কলা চটকে দিয়ে দিন। দারুণ স্বাদের নরম ও মোলায়েম প্যানকেক তৈরি হবে।
জেনে নিন কলার দারুণ ব্যবহার (ভিডিওসহ)
Related Posts:
চিনে নিন ত্বকের রঙ ফর্সাকারী সেরা ৮টি ‘হোয়াইটেনিং ক্রিম’ advertising সৌন্দর্যকে ধরে রাখার প্রচেষ্টা কম-বেশী আমাদের সবারই আছে। আর এই সৌন্দর্যকে ধরে রাখার জন্য কত প্রসাধনীই না আমরা ব্যবহার করে থাকি। মেয়েদের চিন্তা ভাবনার বিশাল জায়গ… Read More
বেশি খেয়ে দ্রুত ওজন কমাতে চান? তাহলে এই টিপস আপনার জন্য! advertising আমাদের অনেকেরই ধারনা ওজন কমাতে গেলে শুধু শসা গাজরের সালাদ খেয়েই থাকতে হয়। কিন্তু না শুধু শসা গাজরই শুধু নয় আর অনেক খাবারই রয়েছে কম ক্যালরির তালিকায়। এখানে উল্লে… Read More
শিখে নিন পার্লারের চাইতেও সুন্দর “পিনহুইল’ খোঁপার পদ্ধতি মাত্র ৫ মিনিটে (ভিডিও) পার্লারে গিয়ে চুল বাধা মানেই সময় নষ্ট এবং অযথাই অনেকগুলো টাকা খরচ। সবচাইতে বড় কথা, আজ আমরা যে খোঁপাটি বাঁধা আপনাকে শেখাবো, সেটা বাংলাদেশের কোন পার্লারে আপনি করাতে পারবেন না। কেন… Read More
মুখ ও গলার কালো দাগ দূর করার ২টি কার্যকরী উপায় advertising অকারণেই মুখে কালো কালো দাগ হয়। অনেকের আবার সমস্ত মুখটাই দিন দিন কালচে হয়ে যেতে থাকে। আর গলায় কালো দাগ হওয়া তো খুবই কমন একটি সমস্যা। চিন্তা করবেন না, এবার এই কাল… Read More
মাত্র ১টি কাজ করে দ্রুত হাত ও পেটের মেদ কমিয়ে ফেলুন! advertising হাত ও পেট মোটা হয়ে যাওয়া খুবই সাধারণ একটি সমস্যা। নারী-পুরুষ নির্বিশেষে এই ঝামেলায় ভুগে থাকেন। আর সমস্যা হচ্ছে, ডায়েট বা ব্যায়াম করে হাত বা পেটের মেদ সহজে কমানো… Read More
0 comments:
Post a Comment