Sunday, June 21, 2015

যে কারনে বিবাহিত পুরুষদের স্বাস্থ্য ভালো থাকে না


স্মরণাতীতকাল থেকেই কথিত আছে বিয়ে মানুষকে আরো স্বাস্থ্যবান করে তুলে। এছাড়া যুগলবন্দী হয়ে বসবাস করলে মানুষের আয়ুও বাড়ে এবং আবেগ সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হতে হয় কম।
তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে নারীরা খুব কমই উপকৃত হন। যুগান্তকারী এই গবেষণাটি চালায় লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের লন্ডন স্কুল অফ ইকনমিকস ও লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন।
লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের ইনস্টিটিউট অব এডুকেশনের জনস্বাস্থ্য বিষয়ক বিজ্ঞানী ড. জর্জ প্লাউবিডিস বলেন, ‘বিয়ে না করলে পুরষদের চেয়ে নারীরা কম ক্ষতিগ্রস্ত হন। বিয়ে করলে পুরুষরাই বেশি লাভবান হন। অসংখ্য গবেষণায় দেখা গেছে, অবিবাহিত পুরুষদের চেয়ে বিবাহিত পুরুষদের স্বাস্থ্য ভালো থাকে।’

ওই গবেষণায় গবেষক দল ১৯৫৮ সালের একই সপ্তাহে ইংল্যান্ডে জন্ম নেওয়া ১০ হাজার মানুষের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছান।
তবে গবেষণায় দেখা গেছে, বিয়ে থেকে নারীরা শারীরিক স্বাস্থ্যগত দিক থেকে উপকৃত না হলেও আবেগগত স্বাস্থ্যের দিক থেকে অনেক উপকৃত হন। কারণ তারা কারো সঙ্গে সম্পর্কে আবদ্ধ থাকাকে বেশ গুরুত্ব দেন।
২০১১ সালের এক গবেষণায় দেখা গেছে, বিয়ে বন্ধনে আবদ্ধ থাকলে অকালে মৃত্যুঝুঁকি কমে আসে ১৫ শতাংশ। এর আগের বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা গেছে, বিয়ে বন্ধনে আবদ্ধ হলে উদ্বিগ্নতা ও অবসাদে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে আসে।

Related Posts:

  • রমজানে চাই আম-দইয়ের বাদাম লাচ্ছি advertising উপকরণঃ পাকা আমের ক্বাথ ২ কাপ, মিষ্টি দই আধা কেজি, চিনি ১ কাপ, পানি ২ কাপ, কাঠবাদাম বাটা আধা কাপ, চিনাবাদাম বাটা সিকি কাপ, পেস্তাবাদাম বাটা সিকি কাপ, বরফ… Read More
  • জেনে নিন কলার দারুণ ব্যবহার (ভিডিওসহ) ফিচার ডেস্ক :কলা একটু বেশি পেকে গেলেই কেমন যেন ঝাঁঝালো হয়ে যায় স্বাদ। ফলে খেতে ভালো লাগে না কারোই। অনেকগুলো কলা কিনেছেন, খাওয়া হয়নি। এখন ঘরে পড়ে থেকে নষ্ট হচ্ছে সেগুলো? তাহলে জেন… Read More
  • চিকেন নাগেট তৈরির রেসিপি উপকরণ: advertising মুরগির মাংসের কিমা-৫০০গ্রাম পেঁয়াজ (কেটে নেয়া) ১টি ডিম-১টি পাউরুটির স্লাইস- ৬টি ব্রেডক্রাম্ব- ১কাপ (পাউরুটির গুঁড়ো) ময়দা- ১কাপ পানি- ১/২ কাপ রস… Read More
  • কিভাবে তৈরি করবেন গাজরের বরফি advertising উপকরণঃ – ২ কাপ গাজর মিহি কুচি – ২ কাপ দুধ– ১/৩ কাপ ক্রিম– আধা কাপ চিনি– ২ টেবিল চামচ বাটার– ১ চিমটি এলাচ গুঁড়ো– বাদামকুচি বা কিশমিশসাজানোর জন্য পদ্ধতিঃ – প্রথম… Read More
  • রমজানে ঘরেই তৈরি করুন বুন্দিয়া advertising তৈরি করতে যা যা লাগবে : বেসন দেড় কাপ পানি ১ কাপ তেল দেড় চাচামচ রং সামন্য ভাজার জন্য তেল বুন্দিয়া ভাজার ঝাঝরিতে সিরার জন্য পানি ১ কাপ চিনি দের কাপ ২ এলাচ রন্… Read More

0 comments:

Post a Comment