Friday, June 19, 2015

চিরতরে ডার্ক সার্কেলের সমস্যা দূর করুণ


তরুণ বয়সে ঘুমাতে যেতে রাত দুটা-আড়াইটা বেজেই যায়। এছাড়াও যারা অনিদ্রা সমস্যায় ভোগেন তাদের ঘুমুতে আরও দেরি হয়ে যায়। এবং এই রাত জাগার প্রভাব দেখা যায় আপনার চোখে মুখে। ডার্ক সার্কেল সকলের কাছেই বিরক্তিকর। চোখের চারপাশে এমন কালচে হয়ে থাকে যে দেখতে খুবই বিশ্রী লাগে। কিন্তু ছোট্ট একটি কাজে চিরকাল এই ডার্ক সার্কেলের সমস্যা দূরে রাখতে পারেন। কীভাবে জানতে চান? চলুন তবে জেনে নেয়া যাক।
যা যা লাগবেঃ
– ৮-১০ টি তাজা পুদিনা পাতা
– ১ কাপ মাঝারি কড়া চায়ের লিকার
– তুলোর প্যাড (যদি না থাকে তাহলে টিস্যু ভাঁজ করে নিতে পারেন)
পদ্ধতি ও ব্যবহারবিধিঃ
– পুদিনা পাতা হাতে ছোটো ছোটো করে ছিঁড়ে একটি বাটিতে রাখুন।
– চায়ের লিকার করে কিছুটা ঠাণ্ডা হয়ে এলে তা ঢেলে দিন পুদিনা পাতার উপরে।
– এরপর লিকার পুরোপুরি ঠাণ্ডা হয়ে যেতে দিন। চাইলে ফ্রিজে ১০-১৫ মিনিট রেখে ঠাণ্ডা করে নিতে পারেন।
– এরপর দুটো তুলোর প্যাড নিয়ে মিশ্রটিতে ডুবিয়ে তুলে বাড়তি মিশ্রন হালকা হাতে চেপে রেখে দিন।
– মিশ্রনে ভেজানো এই তুলোর প্যাড দুচোখের উপরে লাগিয়ে একটু চেপে দিন এবং ২০ মিনিট এভাবেই রাখুন। এই সময় আপনি পুরোপুরি রিলাক্স করুন।
– ২০ মিনিট পর প্যাড গুলো ফেলে দিয়ে হালকা করে পানি দিয়ে ধুয়ে নিন। প্রথমবার ব্যবহারেই ফলাফল আপনার নজরে আসবে।
– নিয়মিত ব্যবহারে ডার্ক সার্কেল গায়েব হয়ে যাবে একবারেই।

Related Posts:

  • ওজন কমাতে সাহায্য করবে মাশরুম! advertising নিউজ ডেস্ক : ওজন কমাবে এবার মাশরুম! কয়েকশো বছর ধরে চীনা ওষুধে এমনই মাশরুম দেশের ওষুধে ব্যবহার করা হচ্ছে বলে জানাচ্ছেন তাইওয়ানের গবেষকরা। বিজ্ঞানীদের দাবি, মা… Read More
  • চিকেন নাগেট তৈরির রেসিপি উপকরণ: advertising মুরগির মাংসের কিমা-৫০০গ্রাম পেঁয়াজ (কেটে নেয়া) ১টি ডিম-১টি পাউরুটির স্লাইস- ৬টি ব্রেডক্রাম্ব- ১কাপ (পাউরুটির গুঁড়ো) ময়দা- ১কাপ পানি- ১/২ কাপ রস… Read More
  • ডিমের খোসার অবাক করা দারুণ ৬ টি ব্যবহার! advertising ডিমের খোসা আমাদের কাছে ফেলে দেয়ার মতোই আবর্জনা। কিন্তু ডিমের খোসা ততোটা ফেলনা নয় যতোটা আমরা মনে করে থাকি। মূলত ডিমের খোসার ব্যবহার আমরা অনেকেই জানি না, আর এ কারণ… Read More
  • ওজন কমান কিছু না করে advertising নিউজ ডেস্ক : ডায়েটিং ও ব্যায়াম করে তো সবাই ওজন কমায়, আপনি কমান কিচ্ছু না করে। আদত কথা তো ক্যালরি কমানো। সেটা কীভাবে করবেন আপনার ব্যাপার। তা হলে জানুন। ক্যালোরি ক… Read More
  • কুনুই ও হাঁটুর বিশ্রী কালো দাগ দূর করে দিন খুব সহজ ৩ টি উপায়ে advertising হাঁটু এবং কুনুইয়ের কাছে অনেকেরই ত্বক কালচে ধরনের এবং খসখসে হয়ে থাকে। এই কালচে খসখসে ভাবটি খুবি বিরক্তিকর। দেহের অন্যান্য অংশের সাথে একেবারেই বেমানান। অনেকে এ কার… Read More

0 comments:

Post a Comment