Tuesday, June 23, 2015

চুল গজাতে আলু !!

আলুর কোথায় দরকার নেই!! একবার ভাবুন তো আলু ছাড়া আমাদের প্রত্যহ কাটবে কি? আলু এমন একটি তরকারি যা সবকিছুর সঙ্গেই রান্না করে খাওয়া যায় । এতো গেল তরকারি হিসেবে আলুর ব্যবহার।
এখন তাহলে আরও একটু তথ্য যোগ করা যাক আলু সম্বন্ধে , আর তা হলো- আলো শুধুমাত্র তরকারি হিসেবেই নিজের গুণ ছড়াচ্ছেনা , এটি ত্বক ও চুলের যত্নেও নিজের পারদর্শিতার কথা জানান দিচ্ছে ।
চুলের যত্নে আলু বেশ কার্যকরী , শুনতে অবাক হলেও জেনে নিন চুল গজাতে আলুর ব্যবহার … ২টি আলু কুচি কুচি করে ব্লেন্ডারে কিংবা বেটে রস করে তাতে ১ টেবিল চামচ মধু ও ডিমের সাদা অংশ মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। তারপর ৩০মিনিট শেষে ভালো মানের কোন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।এই পদ্ধতিটি চুল গজানোর পাশাপাশি চুলের অকালপক্কতা থেকে রক্ষা করবে।
কেননা আলুতে রয়েছে পটাশিয়াম , ম্যাঙ্গানিজ, ফাইবার ও ভিটামিন৬।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন >>>

Related Posts:

0 comments:

Post a Comment