যা যা লাগবে
১ মুঠো ইপসাম সল্ট
১/২ কাপ বেকিং সোডা
১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল
স্ট্রেস দূর করে রিল্যাক্স অনুভব করতে Lavender এসেনশিয়াল অয়েল, ক্লান্তি দূর করতে Grapefruit এসেনশিয়াল অয়েল, শারীরিক ও মানসিক অবসার দূর করতে Peppermint এসেনশিয়াল অয়েল, বিষণ্ণতা দূর করতে Cedarwood এসেনশিয়াল অয়েল, মাথা ব্যথা দূর করতে Chamomile & Rosemary এসেনশিয়াল অয়েল ব্যবহার করবেন। এই তেল বড় কসমেটিকসের দোকানে পাবেন। ঢাকায় আলমাসশ বিদেশী পণ্য পাওয়া যায় এমন দোকানে খোঁজ করবেন। বড় সুপার মার্কেটেও করতে পারেন।
যেভাবে গোসল করবেন
-বাথটাবে উষ্ণ পানি দিয়ে এর মাঝে সমস্ত উপকরণ মিশিয়ে নিন।
-তারপর এই পানিতে ১৫ থেকে ২০ মিনিট বসে থাকুন। আরাম করুন।
-যাদের বাথটাব নেই, তাঁরা ১৫/২০ মিনিট সময় নিয়ে খুব আস্তে আস্তে শরীরে পানি ঢালুন। মাথায় দেবেন না। পাদুটো এই পানিতে ভিজিয়ে রাখুন।এতাও দূষিত উপাদান বের করতে সাহায্য করে।
-তারপর সাধারণ ঠাণ্ডা পানি দিয়ে সাধারণভাবে গোসল সেরে নিন।
-সপ্তাহে ২/১ বার এভাবে গোসল করুন।
-অবশ্যই মনে রাখবেন যে এই সময়ে প্রচুর পানি খেতে হবে। গোসল শুরু করার আগে, বাথটাবে বসে থাকা অবস্থায় ও গোসলের পর কমপক্ষে ৩ গ্লাস পানি পান করবেন। এতে শরীর সহজে দূষণমুক্ত হবে।
0 comments:
Post a Comment